ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল স্বাভাবিক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, জুন ১৪, ২০২৩
চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল স্বাভাবিক 

গাজীপুর: পোশাক শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ প্রত্যাহারের পর গাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।  
এর আগে বুধবার (১৪ জুন) সকালে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন জিরানী এলাকায় কারখানার শ্রমিক নিহতের ঘটনায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শ্রমিকরা।

এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার সাধারণ যাত্রী।  

নিহত হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা থানার শৈলচাপরা এলাকার আরিফ হোসেনের স্ত্রী আলপনা খাতুন (২৮)। তিনি দক্ষিণ পানিসাইল এলাকায় অবস্থিত হামিম গ্রুপের দ্যাট'স ইট নিটস লিমিটেড কারখানায় কাজ করতেন।  

কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে ইজি বাইকযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পেছন থেকে একটি বাস ওই ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলপনা খাতুন মারা যান। এক পর্যায়ে ওই কারখানার শ্রমিকরা মৃত্যুর সংবাদ পেয়ে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় শ্রমিকরা ওই সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণ, নিহত শ্রমিকের পরিবারকে ৫ লাখ টাকা ও বিনা ময়নাতদন্ত মরদেহ হস্তান্তরের দাবি জানান। কর্তৃপক্ষ এসব দাবি মেনে নিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।  

শ্রমিকের মৃত্যু, চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ
 

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ১৪ জুন, ২০২৩
আরএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ