ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
‘স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু

ঢাকা: ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ এবং ২১০০ সালের নিরাপদ পরিকল্পিত বদ্বীপ তৈরির রূপরেখা বাস্তবায়নে সরকারি-বেসরকারি সব অংশীদারদের সমন্বয়ে যাত্রা শুরু করলো ‘স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক’।

বুধবার (১৪ জুন) রাজধানীর আগারগাঁও বিনিয়োগ ভবনে আইডিয়া ফাউন্ডেশন আয়োজিত স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, ২০৪১ সালের আগেই বাংলাদেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হবে। তবে এক্ষেত্রে আমাদের পুরানো যে বিধি বিধানগুলো আছে এগুলোকে পরিবর্তন করে যুগোপযোগী করতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আইন ও অবকাঠামো থাকলেও ডিজিটাল সিগনেচার আইন বাস্তবায়ন হয়নি। ডিজিটাল সিগনেচার আইন চার থেকে পাঁচ বছর আগে করা হয়েছিল লাইসেন্সটাও দেওয়া হয়েছে। বেসরকারি খাতে ইনভেস্টমেন্টও তিন চারটা কোম্পানি করেছে কিন্তু আমরা ডিজিটাল সিগনেচার তেমন কোনো অগ্রগতি দেখিনি। আইন আছে, অবকাঠামো আছে কিন্তু আমরা আগাতে পারিনি। ডিজিটাল সিগনেচার আইন করার পরেও আমরা বাস্তবায়ন করতে পারতেছি না। আমাদের রিফর্মটা জরুরি হয়ে পড়েছে। আমি মনে করি আমাদের পরিকল্পনার পাশাপাশি বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণে সরকার কাজ করছে বলে জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।

বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক, সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাবেক চেয়ারম্যান এবং আইডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা এসডিজি অর্জন ও স্মার্ট বাংলাদেশ গঠনে ডিজিটালাইজেশনের গুরুত্ব এবং এর পরিষেবায় সবার অংশগ্রহণ ও ব্যবহার প্রসঙ্গে আলোচনা করেন। স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক টেকসই উন্নয়নের ক্ষেত্রে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথকে সহজ করবে।  

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।