ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাছ ধরার জালে অজগর, উদ্ধার করে বনে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
মাছ ধরার জালে অজগর, উদ্ধার করে বনে অবমুক্ত

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ টিম।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে উপজেলার কদমতলা গ্রামের হারুন খলিফার বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ ধরার জাল থেকে অজগরটি উদ্ধার করা হয়।

পরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

হারুন খলিফা বলেন, বাড়ির পাশের খালে মাছ ধরার জন্য রাতে জাল পেতে রেখেছিলাম। সকালে গিয়ে দেখি জালে বড় একটি অজগর আটকে আছে। পরে ওয়াইল্ড টিমের সদস্যদের খবর দিলে তারা এসে সেটি উদ্ধার করেন।

ওয়াইল্ড লাইফ টিমের ফিল্ড ফ্যাসিলেটেটর আলম হাওলাদার বলেন, মাছ ধরার জালে অজগর আটকে থাকার খবর পেয়ে ওয়াইল্ড টিম ও বনবিভাগের সহায়তায় সেটি উদ্ধার করা হয়। পরে বনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত অজগরটি ১০ ফুট লম্বা ও ওজন ১২ কেজি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।