ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বজ্রপাতে প্রাণ গেল ছোটভাইয়ের, শোকে অসুস্থ বড়ভাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
বজ্রপাতে প্রাণ গেল ছোটভাইয়ের, শোকে অসুস্থ বড়ভাই

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আবদুর রহিম (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত আবদুর রহিম ওই এলাকার রাধার বাড়ির আবদুল মতিনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।  
এদিকে, দিনমজুর আবদুর রহিমের মৃত্যুতে অসুস্থ হয়ে পড়েছেন তারই বড় ভাই সোলেমান (৫০)। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৫ জুন) ভোর থেকে লক্ষ্মীপুরে ভারী বৃষ্টিপাত শুরু হয়, সঙ্গে বজ্রপাতও হয়। আবদুর রহিমের গরু বাড়ির পাশের মাঠে বাঁধা ছিল। বৃষ্টির কারণে তিনি মাঠ থেকে গরু আনতে যান। ফেরার সময় বজ্রপাতের শিকার হয়ে তার মৃত্যু হয়।

নিহতের ভাবি শাহানাজ বেগম বাংলানিউজকে বলেন, বজ্রপাতে আমার দেবর আবদুর রহিমের মৃত্যু হয়েছে। আর ছোট ভাইয়ের মৃত্যুর কথা শুনে আমার স্বামী সোলেমান অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, আসলে ঘটনাটি বড়ই বেদনাদায়ক।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।