ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

নাদিম হত্যাকাণ্ডে মানিকগঞ্জের সাংবাদিক নেতাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, জুন ১৬, ২০২৩
নাদিম হত্যাকাণ্ডে মানিকগঞ্জের সাংবাদিক নেতাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানিকগঞ্জ:  সংবাদ প্রকাশের জেরে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানিকগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখা এবং টিআরইউ।  

বৃহস্পতিবার (১৫ জুন)  রাত সাড়ে ৯ টার দিকে এক বিবৃতিতে মানিকগঞ্জ সাংবাদিক নেতার এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

দ্রুত সময়ের ভিতর মূল পরিকল্পনাকারী ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিক নেতারা। প্রতিবাদে শুক্রবার (১৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বিবৃতিদাতারা হলেন, ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, টেলিভিশন রিপোর্টার ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহির, সাধারণ সম্পাদক বি এম খোরশেদ।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ১৫, ২০২৩ 
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।