ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকে মিলল ৫২ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
ট্রাকে মিলল ৫২ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ আবুল হোসেন (৫০)  নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে  র‌্যাব।

শুক্রবার (১৬ জুন ) দুপুরে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আবুল হোসেন রংপুর জেলার কাউনিয়া থানার চন্ডিপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কে পৌরশহরের বাঁশকাটা এলাকায় অভিযান চালায় র‍্যাব। এসময় বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজাবাহী ট্রাকসহ আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেপ্তার আবুল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এই ঘটনার সঙ্গ জড়িত অন্যান্য মাদক কারবারির বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।