ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী: বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর জামালপুর ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠত হয়ছে।

রাজবাড়ী প্রেসক্লবের উদ্যোগে শনিবার (১৭ জুন) সকাল ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা অবিলম্বে অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, তার ছেলেসহ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

সেখানে বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এম মনিরুজ্জামান, সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, কালেরকণ্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, বাংলা টিভির প্রতিনিধি মো. শিহাবুর রহমান, গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি দেবাশিষ বিশ্বাস, যুগান্তর পত্রিকার প্রতিনিধি হেলাল মাহমুদ, এখন টেলিভিশনের প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ, খোলা কাগজের প্রতিনিধি কবির হোসেনসহ অন্যান্য সাংবাদিকরা।

এছাড়া জেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।