ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাদিম হত্যা: বরিশালে সাংবাদিকদের মানববন্ধন, ও‌সি-এস‌পির প্রত‌্যাহার দা‌বি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
নাদিম হত্যা: বরিশালে সাংবাদিকদের মানববন্ধন, ও‌সি-এস‌পির প্রত‌্যাহার দা‌বি

বরিশাল: বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি শনিবার (১৭ জুন) বেলা ১১টার দিকে নগ‌রের অশ্বিনী কুমার হল চত্বরে এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সভাপতিত্ব করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

মফস্বল সাংবাদিক ফোরাম বরিশালের সভাপতি শেখ শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, ৭১ টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান বিধান সরকার, বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) মুশফিক সৌরভ, ঢাকা পোস্টের বরিশাল প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল কমিটির সভাপতি এম আর প্রিন্স, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান, মফস্বল সাংবাদিক ফোরাম বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আফছার উদ্দিন মৃধা, বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বিজয় টিভির বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন, মানবকণ্ঠের বরিশাল প্রতিনিধি ফাহিম ফিরোজ, জনকণ্ঠের বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়াউল আকনসহ অন্যান্য সাংবাদিকরা।

এ সময় সাংবাদিকরা নাদিম হত্যার মূলহোতা ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার ছে‌লেকে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি জড়িতদের কঠিন শাস্তির দাবি জানান।

এছাড়া ঘটনার নির‌পেক্ষ ও সুষ্ঠু তদ‌ন্তের স্বা‌র্থে স‌ংশ্লিষ্ট থানার ও‌সি ও জামালপু‌রের এস‌পির প্রত‌্যাহার চান তারা।

মানববন্ধনে জাতীয়, স্থানীয় ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।