ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মতলবে আ.লীগের দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
মতলবে আ.লীগের দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১  গোলাগুলিতে হতাহতের স্বজনের আহাজারি

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।  

এ ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হয়েছেন বলে খবর।

 

নিহতের নাম মোবারক হোসেন বাবু (৪৮)। তিনি বাহাদুরপুর গ্রামের আবুল বেপারীর ছেলে।  

গুরুতর আহত হয়েছেন ইমরান বেপারী (১৮) ও জহির কবিরাজ (৩৫)সহ আরও ৫জন। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।  

আহত ইমরান নিহত বাবুর ছেলে ও জহির কবিরাজ বাহাদুরপুর গ্রামের মনু কবিরাজের ছেলে।

আহত বাকি ৫ জনের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

শনিবার (১৭ জুন) বিকাল ৩ ঘটিকার সময় স্থানীয় নেতা-কর্মীদের দুই গ্রুপের মাঝে দ্বন্দ্ব দেখা দিলে গোলাগুলি হয় বলে জানা গেছে। গুলিবিদ্ধ হয় তিনজন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোবারক হোসেন বাবুকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিগমা রশিদ জানান, গুরুতর আহত মোবারক হোসেনকে একেবারেই শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা কার্যক্রম শুরু করার সাথে সাথেই তিনি মৃত্যুবরণ করেন। বাকি আহত দুজনকে ঢাকায় রেফার করা হয়।

এই বিষয়ে বক্তব্যের জন্য চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, মতলব সার্কেল ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিনকে একাধিকবার ফোন দেওয়া হয়।  

তারা ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।