ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাদিম হত্যা: এবার বহিষ্কার উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক রাকিব

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
নাদিম হত্যা: এবার বহিষ্কার উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক রাকিব

জামালপুর থেকে: সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবিল্লাহ ওরফে রাকিবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  

শনিবার (১৭ জুন) জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুলের সই করা চিঠিতে তাকে সাময়িক বহিষ্কার হয়।

বকশিগঞ্জ উপজেলা শাখার আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম বাংলানিউজকে বলেন, আজ বিকেল ৫টার দিকে আমরা তাকে উপজেলা শাখার সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া তাঁতী লীগ নেতা লিপন মিয়ার বহিষ্কারের সুপারিশ করেছি।

এর আগে মাহমুদুল আলম বাবুকে ইউনিয়নের পদ দেখে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

চিঠিতে বলা হয়, সাম্প্রতিক ঘটে যাওয়া বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন গণমাধ্যমে আপনার সম্পৃক্ততা জোড়ালোভাবে পরিলক্ষিত হয়। এহেন ন্যক্কারজনক ঘটনায় আপনার উপস্থিতি দলীয় ভাবমূর্তি প্রচণ্ডভাবে ক্ষুণ্ন হওয়ায় আপনাকে আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। সেসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনাকে সংগঠন হতে সাময়িক বহিষ্কার করা হলো। কেন আপনাকে সংগঠন হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ মর্মে পত্র প্রাপ্তির সাত কর্ম দিবসের মধ্যে আওয়ামী লীগ, বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি/সম্পাদকের কাছে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হলো।

এর আগে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাদিম হত্যার কিলিং মিশনে নেতৃত্ব দেওয়া মাহমুদুল আলম বাবুকে বহিষ্কার করা হয়।  

এছাড়া বাবুর ছেলে ও হত্যা মামলার আসামি ফাহিম ফয়সাল রিফাতকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রিফাত বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এর আগে নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় রিফাতের বাবা ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বহিষ্কার করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। তিনি সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার নির্দেশেই সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজন ও সহকর্মীদের। পুলিশও প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পেয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার রাত ১০টার দিকে বাড়িতে ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এনবি/এসএফ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।