ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাজেকে ফের ডায়রিয়ায় আরও দুইজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
সাজেকে ফের ডায়রিয়ায় আরও দুইজনের মৃত্যু ফাইল ফটো

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ফের ডায়রিয়ার প্রকৌপে বাহন ত্রিপুরা (৫৫) ও মেলাতি ত্রিপুরা (৫০) নামে আরও দুজন মারা গেছেন।

শনিবার (১৭ জুন) রাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার।

জানা গেছে, শুক্রবার দিনগত মধ্যরাতে সাজেক ইউনিয়নের বেটলিং এলাকার দুই বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। এর আগে গত ৭ জুন গবতি বালা ত্রিপুরা (৫০) ও দরুং ত্রিপুরা (৬০) নামে দুজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে এরই মধ্যে সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চারজনের ‍মৃত্যু হলো।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, জুন ১৮, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।