ময়মনসিংহ: ময়মনসিংহ পুলিশের রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার উদ্বোধন করেছেন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. আশরাফুর রহমান। এ সেন্টার থেকে নিয়মিত মনিটরিং করা হবে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ৩৬টি থানার কার্যক্রম।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ সংলগ্ন একটি ভবনে পুলিশের এই রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার উদ্বোধন করা হয়।
এর মাধ্যমে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে জনবান্ধব পুলিশ গঠন, সেবা প্রদান ও পুলিশের কার্যক্রমে জবাবদিহিতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডিআইজি ড. মো. আশরাফুর রহমান জানান, রেঞ্জ পুলিশকে পেশাদার, জনবান্ধব, কর্মদক্ষ করে গড়ে তুলতে এই মনিটরিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। এতে রয়েছে অত্যাধুনিক মিডিয়া সেন্টার, অপস মনিটরিং ইউনিট, আইসিটি ইউনিট ও রেঞ্জ কন্ট্রোল ইউনিট। এর মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জের জেলাগুলোর সিটি করপোরেশনসহ বিভিন্ন পৌরসভা এলাকা, গুরুত্বপূর্ণ হাটবাজার সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিংয়ের জন্য অপস মনিটরিং ইউনিটে যোগ করা হবে। সেই সঙ্গে পুলিশের অপারেশনাল কাজে ব্যবহৃত ভেহিক্যাল ট্র্যাকিং সফটওয়্যার যুক্ত করার কাজ শেষ পর্যায়ে। এতে পেট্রোল ডিউটির যানবাহনে জিপিএস যুক্ত করে মোবাইল পেট্রোলিং তদারকি হচ্ছে। এছাড়াও ক্রাইম ইনভেস্টিগেশন ডিজিটাল মনিটরিং সিস্টেমের (সিআইডিএমএস) মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম, বিট এলাকায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে। এতে উপকৃত হবে সেবাপ্রার্থীরা।
ডিআইজি আরও বলেন, পুলিশের সেবাকে সহজীকরণ, স্বল্প সময়ে জনগণের মধ্যে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম চালু করা, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের বার্তা নামক পুলিশ বুলেটিন প্রকাশের পাশাপাশি অনলাইন নিউজপোর্টাল প্রকাশের কার্যক্রম চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা নূরে আলম, জহির, ফয়েজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এসআরএস