ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আপনারা ভালো থাকেন প্রধানমন্ত্রী সেটাই চান: মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
আপনারা ভালো থাকেন প্রধানমন্ত্রী সেটাই চান: মাশরাফি

নড়াইল: আপনারা যাতে ভালো থাকেন প্রধানমন্ত্রী সেটাই চান বলে বলেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মুর্তজা।

রোববার (১৮ জুন) বেলা ১২টায় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫১টি দুস্থ পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ করার সময়ে এ কথা বলেন তিনি।

মাশরাফি বলেন, আপনারা যাতে ভালো থাকেন প্রধানমন্ত্রী সেটাই চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন সেটা আমি আপনাদের মধ্যে বিতরণ করছি। এর সব কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. নাসরিন সুলতানা জানান, এবারে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ৫১টি পরিবারের মধ্যে ১১২ বান্ডিল ঢেউটিন ও প্রত্যেক পরিবারকে তিন হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. নাসরিন সুলতানা, চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিজুর রহমান ভূঁইয়া, মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবিন মণ্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।