ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে গোয়েন্দা সতর্কতা বাড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
ঈদুল আজহা উপলক্ষে গোয়েন্দা সতর্কতা বাড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোয়েন্দা সতর্কতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
 
তিনি বলেন, ফেরিঘাট ও নৌ-ঘাটে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

ঈদে শিল্প এলাকার নিরাপত্তার ওপরও জোর দেওয়া হবে।

রোববার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে ঈদুল আজহা-২০২৩ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ রাস্তার মোড় এবং হাটে ওয়াচ টাওয়ার বসবে। সারা দেশের সড়কে মহাসড়কে হাট বসা নিষেধ থাকবে। সাদা পোশাকে গোয়েন্দারা বাহিনীর সদস্যরা থাকবেন।

তিনি বলেন, আসন্ন ঈদুল আজহায় দেশে সম্ভাব্য চার হাজার তিনশ ৯৯টি কোরবানির পশুর হাট বসবে। সারা দেশের সড়ক বা মহাসড়কে কোনোপশুর হাট বসানো যাবে না। সড়ক-মহাসড়কে সুনির্দিষ্ট তথ্য ছাড়া আইন-শৃঙ্খলা বাহিনী কোনো পশুবাহী ট্রাক আটকাতে পারবে না। অবৈধ পথে পার্শ্ববর্তী দেশ থেকে যাতে কোনো পশুর না আসতে পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেযও়া হবে।

মন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সব পশুর হাট এবং রাস্তার মোড়ে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। হাটগুলোতে পশু চিকিৎসক থাকবেন। পশু পরিবহনে কোনো নির্ধারিত হাটে নেওয়ার জন্য জোর করলে ব্যবস্থা নেওয়া হবে। হাসিলের টাকার পরিমাণ সাইনবোর্ডে লেখা থাকতে হবে। ইদুল আজহা উপলক্ষে গোয়েন্দা সতর্কতা বাড়ানো হবে।

আসাদুজ্জমান খান বলেন, ঈদের ছুটিতে সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্যক্রম প্রতিরোধে গোয়েন্দা বাহিনীর নজরদারি বাড়ানো হবে। দৃশ্যমান টহলে থাকবে র‌্যাব। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে হাইওয়ে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার থাকবে। যেসব সড়ক যানজটপ্রবণ, সেখানে ওয়াচ টাওয়ার থাকবে। ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করে যানজট নিরসন করা হবে।

তিনি বলেন, সারা দেশে ২৪টি স্থান যানজট ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ ঈদযাত্রার জন্য হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করে কাজ করবে। ফায়ার সার্ভিসসহ অগ্নিনির্বাপণ ব্যবস্থাও প্রস্তুত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুন ১৮, ২০২৩/আপডেট: ১৯২১ ঘণ্টা
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।