ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

২৪০০ টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
২৪০০ টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যা

যশোর: যশোরের ঝিকরগাছায় দুই হাজার চারশ পাওনা টাকা না দেওয়ায় আল-আমিন হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর পরই ঘাতক ইমরান হোসেনকে আটক করেছে পুলিশ।

 

রোববার (১৮ জুন) সকালে উপজেলার শিওরদাহ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আল-আমিন একই গ্রামের মোহাম্মদ আজাদের ছেলে।

পুলিশ জানায়, ঝিকরগাছার শিওরদাহ গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন আল-আমিন। তিনি একই গ্রামের ইমরানের কাছ থেকে দুই হাজার চারশ টাকা ধার নিয়েছিলেন। রোববার সকালে আল-আমিন শ্বশুরবাড়িতে নির্মাণাধীন একটি বাড়ির ছাদে নেশা করছিলেন। এ সময় পাওনাদার ইমরান তাকে খুঁজতে খুঁজতে ওই ছাদের ওপরে যায়। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ইমরানের সঙ্গে আল-আমিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান লোহার রড দিয়ে আল-আমিনকে পিটিয়ে আহত করেন।  এ সময় আল-আমিন আহতাবস্থায় ওই ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক  আহমেদ তারেক শামস বলেন, মারধরের ঘটনায় আল-আমিন নামের এক যুবককে হাসপাতালে ভর্তি করার পরপরই মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, হত্যাকারী ইমরানকে আটক করা হয়েছে। তার নামে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।