ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ-সমাবেশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ-সমাবেশ 

নারায়ণগঞ্জ: বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১৮ জুন) দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

 

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে এবং ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুমের সঞ্চালনায় এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যারকাণ্ডের মূলহোতা গোলাম রব্বানী বাবুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।  

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এআর মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক মাসুদ আলী, সাবেক সহ-সভাপতি সেলিম মুন্সি, মো. সেলিম হোসেন, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মাহফুজুর রহমান পারভেজ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম, সাংবাদিক মোকলেসুর রহমান তোতা, রফিকুল্লাহ রিপন, সাদ্দাম হোসেন শুভ, মামুনুর রশীদ মুন্না, এমনএইচ রাসেল, খোকন প্রধান, জুয়েল চৌধুরী, মঞ্জুর হাসান বকুল, জসিম উদ্দিন প্রমুখ।  

বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে নাদিমের ওপর নৃশংস হামলা চালায় একদল সন্ত্রাসী। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।