ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
কুষ্টিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা 

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৪৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৮ জুন) দিবাগত রাত ২টার দিকে মিরপুর উপজেলার নওদা খাদিমপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

রবিউল একই এলাকার মৃত মুক্তার বিশ্বাসের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে খাওয়া শেষ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন রবিউল ইসলাম ও তার স্ত্রী। রাত দেড়টার দিকে তার স্ত্রী ঘুম ভেঙে রবিউলের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, রাতের কোনো এক সময় রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কীভাবে রবিউলকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।