ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধ দখলমুক্ত হলো ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞাঁ জিরো পয়েন্ট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
অবৈধ দখলমুক্ত হলো ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞাঁ জিরো পয়েন্ট 

ফেনী: ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের ফোরলেন প্রকল্পের দাগনভূঞাঁ জিরো পয়েন্টের অবৈধ স্থাপনা দখল মুক্ত করেছে সড়ক বিভাগ।  
রোববার ফেনী সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল বাতেন সরকার ও সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন।

 

সড়ক বিভাগ জানায়, অধিগ্রহণের টাকা বুঝে পাওয়ার পরও কাজে বাধা দিচ্ছিলো একটি চক্র। উচ্ছেদের পরেও আবারো দখলে নিতে নতুন করে স্থাপনা নির্মাণ করলে তা ভাঙতে গেলে বাধাসহ দেওয়া হয় হুমকি। ফলে এক পর্যায়ে ফিরে এসে পুলিশসহ জনবল বাড়িয়ে দ্বিতীয় দফায় ভাঙতে সক্ষম হয়।  

অধিগ্রহণের টাকা পাওয়ার পরও স্থাপনা উচ্ছেদ করলেও পুনরায় সেখানে স্থাপনা নির্মাণ করেন দাগনভুঞাঁ পৌরসভার মেয়র নুরল হুদা সেলিমের নেতৃত্বে স্থানীয় একটি চক্র।  

দাগনভূঞা বাজারে উচ্ছেদ করতে গেলে প্রকাশ্যে হুমকি-ধামকি ও কাজে বাধা সৃষ্টি করেন তারা।  

অবশেষে থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। দাগনভূঞা জিরো পয়েন্ট এলাকার ৫০ শতাংশ জমি স্থাপনাসহ অধিগ্রহণ করা হয়।  

এর আগে সড়ক বিভাগ প্রতি শতক জমি বাবদ ১ কোটি ১৩ লাখ টাকাও বুঝে নেন জমি মালিকরা। তারপরেও উচ্ছেদ করা স্থানে পুনরায় স্থাপনা নির্মাণ করেন কয়েকজন জমির মালিক।  

দুই দফা পিছিয়েও কাজ শেষ করতে পারেনি সওজ বিভাগ। চলতি জুন মাসে শেষ হবে তৃতীয় দফার মেয়াদ। দীর্ঘদিন ধরে সড়ক নির্মাণের কাজ চলতে থাকায় দুর্ভোগে চলাচলকারীরা।  

ফেনীর মহিপাল থেকে নোয়াখালীর চৌমুহনীর পূর্ব বাজার পর্যন্ত ৩০.১৯ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করতে অধিগ্রহণসহ প্রকল্পটি বাস্তবায়ন খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা।  

উপবিভাগীয় প্রকৌশলী আবদুল বাতেন সরকার বলেন, আমরা অবশেষে মহাসড়কের এই স্থানটি অবৈধ দখল মুক্ত করতে সক্ষম হয়েছি। এখন মহাসড়কের কাজ করতে আর প্রতিবন্ধকতা রইল না।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জুন ১৯, ২০২৩ 
এসএইচডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।