ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শুধু আঙুলের ছাপ দিয়েই এনআইডি চায় মহিলা আনজুমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
শুধু আঙুলের ছাপ দিয়েই এনআইডি চায় মহিলা আনজুমান

ঢাকা: মুখমণ্ডলের ছবি নয়, শুধু ফিঙ্গারপ্রিন্টের ভিত্তিতে পর্দানশিন নারীদের জন্য এনআইডি দেওয়ার ব্যবস্থা রাখার দাবি জানিয়েছে রাজারবাগের মহিলা আনজুমান দরবার শরীফ।

সোমবার (১৯ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান মহিলা আনজুমানের মুখপাত্র শারমিন ইয়াসমিন।

প্রস্তাবিত ‘পরিচয় নিবন্ধন আইন ২০২৩’- এ যেন এনআইডির জন্য মুখচ্ছবি বাধ্যতামূলক না‌ করা, রাষ্ট্রের সব ক্ষেত্রে যেমন অফিস-আদালত, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষার হলে অপরাধ, দুর্নীতি ও প্রক্সি রুখতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্তকরণ/হাজিরা চালুর ব্যবস্থা করা,‌ প্রয়োজনে কোনো নারীর চেহারা দেখাসহ কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয়, তবে পৃথক স্থানে নারী দিয়েই নারীর সহযোগিতার ব্যবস্থা করাসহ ছয় দফা দাবি তুলে ধরেন তিনি।  

মহিলা আনজুমান দরবার শরীফের বেশ কয়েকজন সদস্য সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
ইএসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।