ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

একরাতে চার বাড়িতে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
একরাতে চার বাড়িতে ডাকাতি ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একরাতে চার বাড়িতে ডাকাতি হয়েছে।

রোববার (১৮ জুন) রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কদমতলী গ্রামের দুই বাড়িতে এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিংদী গ্রামে দুই বাড়িতে ডাকাতি হয়।

ডাকাত দল চারটি বাড়ি থেকে নগদ অর্থ ও  স্বর্ণালংকার লুটে  নেয়।  

জানা গেছে, রাত ২টার দিকে একই সঙ্গে কদমতলী গ্রামের সৌদি প্রবাসী আলমের এবং  নজরুলের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নজরুলের ঘর থেকে ২৫ হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। আলমের ঘর থেকে ৪ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

অপর দিকে একই রাতে ৩টার দিকে ব্রাক্ষন্দী ইউনিয়নের নরিংদী গ্রামের মহিজউদ্দিন এবং হাবিজউদ্দীনের বাড়িতেও হানা দেয় ডাকাতদল। ওই দুটি বাড়ি থেকে ডাকাত দল ৩৫ হাজার টাকা, প্রায় ১৫-২০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।