ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

সিলেট: বাংলানিউজেরটুয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার কর্মরত সাংবাদিকরা।

সোমবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টায় বৃষ্টিকে উপেক্ষা করে পৌর শহরের বাসিয়া ব্রিজের ওপর এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তার করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান সাংবাদিক নেতারা।

দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তজম্মূল আলী রাজুর সভাপতিত্বে ও দৈনিক সমকালের প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়েরর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক প্রনঞ্জয় বৈধ অপু (উত্তরপূর্ব), সাইফুল ইসলাম বেগ (বাংলাদেশ প্রতিদিন), এমদাদুর রহমান মিলাদ (সিলেটের ডাক), কামাল মুন্না (যায়যায়দিন), আব্বাস হোসেন ইমরান (আমাদের সময়) ও নবীন সোহেল (শুভ প্রতিদিন)।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আশিক আলী (যুগান্তর), আব্দুস সালাম (ইনকিলাব), নুর উদ্দিন (সিলেটের দিনরাত), আবুল কাশেম (আজকের সিলেট), মিসবাহ উদ্দিন (আমার সংবাদ), বদরুল ইসলাম মহসিনসহ (ভোরের কাগজ) উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এছাড়াও দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে মানববন্ধনে যোগ দেন সাবেক মেম্বার আকবর আলী মিলন, সংগঠক মাজহারুল ইসলাম সাব্বির, আব্দুস সামাদ আজাদ, ইয়াসিন আরাফাতসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এনইউ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।