ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন 

ঢাকা: জামালপুরের বকশিগঞ্জে বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে মেট্রোপলিটন প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।  

সোমবার (১৯ জুন) সকাল ১১টায় রাজধানীর উত্তরার আজমপুরে উত্তরা পূর্ব থানার সামনে এ মানববন্ধন হয়।

এতে বক্তব্য দেন সাংবাদিক মাকসুদেল হোসেন খান, আরিফ হোসেন নিশির, মিজান বিন নূরসহ অনেকে।  

মানববন্ধনে বক্তারা সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। আগামীতে আর কোথাও যেন সাংবাদিক হত্যা বা নির্যাতনের শিকার না হন, সে দাবি জানান তারা।  

মানববন্ধনে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এইচ আর হাবিব।  

সাংবাদিক কে আর খান মুরাদের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নাজিম উদ্দিন, আল ইমরান, ফারুক মোস্তফা বাবুল, মোহাম্মদ আকতারুজ্জামান, মোহাম্মদ মহাসিন, আশা, এস রেজা, মোসফেক রশীদ, সাইদুর রহমান, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, মাসুদ রহমান, আরিফুল ইসলাম রানা, মিজানুর রহমান, সৌরভ ফার্সি, আমিনুল ইসলাম শাওন, ইমরান হোসেন রাজ, ফাত্ত্বাহ তানভীর রানা, নারগিস রহমানসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।