ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

তিন ফসলি জমি থেকে মাটি ও বালু উত্তোলন বন্ধে আইন অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
তিন ফসলি জমি থেকে মাটি ও বালু উত্তোলন বন্ধে আইন অনুমোদন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন

ঢাকা: তিন ফসলি জমি থেকে মাটি ও বালু উত্তোলন বন্ধে নতুন আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  

মাহবুব হোসেন বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনায় ২০১০ সালের একটি আইন আছে। ২০১১ সালে এ সংক্রান্ত একটি বিধিমালাও করা হয়। এখন আগের আইনের কিছু সংশোধন করা হচ্ছে। যেসব এলাকা থেকে বালু বা মাটি উত্তোলন থেকে নিষিদ্ধ ছিল সেখানে ফসলি জমি অন্তর্ভুক্ত ছিল না। এখন ফসলি জমি অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো ফসলি জমি থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। তিন ফসলি জমি ও টপ সয়েল নষ্ট হতে পারে এমন সম্ভবনা থাকলে বালু উত্তোলন করা যাবে না।

তিনি জানান, বিআইডব্লিউটিএ অভ্যন্তরীণ নদী পথের নাব্যতা বিনষ্ট করতে পারে এমন হুমকি থাকলে সেখানকার বালু বা মাটি উত্তোলন করা যাবে না। আগে শুধুমাত্র বিআইডব্লিউটিএর হাইড্রোগ্রাফিক জরিপকেই ভিত্তি ধরা হতো। এখন আইন সংশোধন করে বলা হচ্ছে, বিআইডব্লিউটিএর জরিপ ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের যদি কোনো জরিপ থাকে সেটিকেও বিবেচনায় নেওয়া হবে।

বালু উত্তোলন বন্ধ করতে যাওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যন্ত্রপাতি জব্দ করতে পারতেন না উল্লেখ করে তিনি বলেন, এখন নতুন আইনে সেই ব্যবস্থা করা হচ্ছে।

বালু মহালের ইজারা কার্যক্রম অনলাইনে হবে জানিয়ে মাহবুব হোসেন, কোনো কারণে ইজারা দেওয়া না গেলে খাস আদায়ের মাধ্যমেও করা যাবে।  

বালু পরিবহনের কারণে রাস্তার বা স্থাপনার ক্ষতি হলে সেটি ইজারাদারকে পরিশোধ করতে হবে।

বালু উত্তোলন নিয়ে আগের আইনে যেসব শাস্তির বিধান ছিল সেগুলো পরিবর্তন করা হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।