ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
সাভারে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ৬ ডাকাতির প্রস্তুতির সময় আটক ৬

সাভার (ঢাকা): ঢাকার সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতদলের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ জুন) দুপুরে আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়।

এর আগে, রোববার (১৮ জুন) রাতে আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে তাদের আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন- সাভারের ইসহাক মোল্লা (৩৭),  মিনার হোসেন (২৮), মো. সোহেল (৩৮), আশুলিয়ার মো. সাগর (২০), মো. রায়হান (২৪) ও কাজী শরীফ (৩০)।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা হাবিব খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাকু, ছোড়াসহ ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটা মামলা হয়েছে।

তিনি আরও বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বহুদিন ধরে সাভার ও আশুলিয়া এলাকায় ডাকাতি করে আসছে বলে কথা স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩  ঘণ্টা, ১৯ জুন , ২০২৩
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।