ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুন ২০, ২০২৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ  

নারায়ণগঞ্জ: ঈদুল আজহা সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রাখতে কাঁচপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ।  

মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের পাশে কাঁচপুর ডাম্পিং এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে।

এ সময় মহাসড়কের পাশে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়।  

কাঁচপুর হাইওয়ে থানার ওসি (টিআই) মো. ইব্রাহিম বলেছেন, ঈদে ঘরে ফেরা মানুষকে যানজটের দুর্ভোগ থেকে মুক্তি এনে দিতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।  

ইব্রাহিম বলেন, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহাসড়কের একাংশে অবৈধ স্থাপনা হিসেবে দোকানপাট গড়ে তুলেছিল একটি চক্র। বুধবার সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।