ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্যে নিয়োগ জালিয়াতি: সাবেক পরিচালকসহ ৪ জনের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুন ২০, ২০২৩
স্বাস্থ্যে নিয়োগ জালিয়াতি: সাবেক পরিচালকসহ ৪ জনের নামে মামলা

ঢাকা: স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ জালিয়াতির অভিযোগে নিয়োগ কমিটির সভাপতি ও সাবেক পরিচালকসহ চারজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ জুন) দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ বাদী হয়ে সজেকা ঢাকা-১ এ একটি মামলা দায়ের করেন।



মামলার আসামি হলেন- সাবেক পরিচালক (প্রশাসন), সভাপতি স্বাস্থ্য অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিয়োগ সংক্রান্ত কমিটি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা (বর্তমানে অবসরপ্রাপ্ত) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম, সাবেক উপপরিচালক (প্রশাসন) ডা. আ.ফ.ম. আখতার হোসেন, খিলগাও সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. হারুনুর রশিদ এবং ফলিত গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চেয়ারম্যান অধ্যাপক মো. শওকাত আলীর পরস্পর যোগসাজসে অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জাল-জালিয়াতির মাধ্যমে খাতা প্রণয়ন ও খাঁটি হিসাবে ব্যবহার এবং অপরাধমূলক অসদাচরণ করে অফিসিয়ালি সরবরাহকৃত উত্তরপত্র বর্তমানে থাকা উত্তরপত্রের কোনো একপর্যায়ে প্রতিস্থাপিত করে দণ্ডবিধি ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(ক) ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শান্তিযোগ্য অপরাধ করায় দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।