ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার ‘বড় দাদুর’ ওজন ৩৫ মণ, দাম ১৫ লাখ

মাহবুবুর রহমান মুন্না, ব্যুরো এডিটর  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুন ২০, ২০২৩
খুলনার ‘বড় দাদুর’ ওজন ৩৫ মণ, দাম ১৫ লাখ

খুলনা: কোরবানি এলে প্রতিবারই বিশাল আকৃতির গরুর বাহারি নাম শোনা যায়। এবার খুলনায় সেই তালিকায় ঠাঁই পেয়েছে ‘বড় দাদু’।

৩৫ মণ ওজনের এ গরুটিকে আসন্ন কোরবানির ঈদে বিক্রি করা হবে। মালিক এর দাম হাঁকছেন ১৫ লাখ টাকা। ইতিমধ্যে ১২ লাখ টাকা দাম বলেছেন ক্রেতারা।

খুলনার রূপসা উপজেলার আইচগাতী গ্রামে এক বছর ধরে পরম যত্নে ‘বড় দাদুকে’ লালন-পালন করছেন মাহবুব।

তিনি বাংলানিউজকে বলেন, গরুটির বয়স চার বছর। এক বছর আগে গরুটি কিনে লালন-পালন করেছি। কোনো প্রকার বাজে খাবার খাওয়ানো হয়নি। ফ্রিজিয়ান জাতের হৃষ্টপুষ্ট ও সুস্থ গরুটি ৪ দাঁতের। এটির ওজন ৩৫ মণ। দাম চাচ্ছি ১৫ লাখ টাকা। কেউ কিনতে চাইলে দাম আলোচনা করে কমানো যাবে।

খুলনায় গরুর দাম ভালো না পেলে কী করবেন, জানতে চাইলে তিনি বলেন, আগামী শনিবার পর্যন্ত আমি দেখবো, কোন হৃদয়বান ব্যক্তি যদি গরুটি না কেনেন তাহলে ঢাকার আফতাব নগরে নিয়ে যাব। পশু চিকিৎসকরা আমাকে ধরণা দিয়েছেন, গরুর ওজন ৩৫ মণ। ২৩ মণ মাংস হবে।

মাহবুব বলেন, ‘বড় দাদু’ ছাড়াও আমার আরেকটি গরু আছে। যার নাম ‘ছোট দাদু’। দাম ১০ লাখ টাকা। এর ওজন ১২শ’ কেজি হবে। এটার বয়সও চার বছর। আমি এদের কোনো প্রকার কেমিক্যাল জাতীয় খাবার খাওয়াই না।  

গরু দুটির নাম কে রেখেছে, জানতে চাইলে তিনি বলেন, আমার পোতা (ছেলের ছেলে)।

কিছু কম-বেশি হলেও বাড়ি থেকেই গরু ২টি বিক্রি করতে চান মাহবুব।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ষাঁড়টি দেখতে মাহবুবের বাড়িতে ভিড় করছেন মানুষ।

মাহবুবের প্রতিবেশী রাতুল বলেন, এর আগেও মাহবুব চাচা বড় গরু পালন করেছে। তিনি এবার বড় দাদুকে পালন করেছেন। যেটা খুলনার সবচেয়ে বড় গরু। কৃত্রিম কোনো উপায়ে নয়, প্রাকৃতিক উপায়ে তিনি গরু পালন করেন। তার গরু যে দেখবে তারই পছন্দ হবে। আমরা চাই মাহবুব চাচা যে যত্ন নিয়ে গরু পালন করেছেন, তিনি যেন গরুর সঠিক দাম পান।

রূপসা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার মজুমদার মঙ্গলবার (২০ জুন) দুপুরে বাংলানিউজকে বলেন, যতদূর জানি আইচগাতী গ্রামের মাহবুবের ৩৫ মণ ওজনের গরুটি এখন পর্যন্ত খুলনা জেলার মধ্যে সবচেয়ে বড় গরু।

উল্লেখ্য, এবার খুলনায় কোরবানিযোগ্য পশু রয়েছে ৯২ হাজার ৩৭৫টি।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।