ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আনসার আল ইসলামের পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুন ২১, ২০২৩
আনসার আল ইসলামের পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এজাহারভুক্ত পলাতক আসামি মাহবুবুর রহমান ওরফে মাহাবুবকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার (২০ জুন) রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন চৌরাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি নিজেকে আনসার আল ইসলামের নোয়াখালী জেলার অঞ্চলিক শাখা কমান্ডার হিসেবে দাবি করতেন।

এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের এএসপি ওয়াহিদা পারভীন জানান, গ্রেপ্তার মাহাবুব ও তার অন্যান্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদের প্রচারণা চালাচ্ছিল। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

তারা সামাজিকক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিল। এর মাধ্যমে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, গোপন বৈঠকসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল।

সংগঠনের প্রচারণা চালানোর পরিকল্পনার জন্য মাহাবুবের নেতৃত্বে প্রতি মাসে গোপন জায়গায় বৈঠক হত। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ থানায় ২০১৩ সালে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকরা একটি মামলার পলাতক আসামি।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি ওয়াহিদা।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুন ২১, ২০২৩
পিএম/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।