ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জের হাটগুলোতে নৌপথে ও সড়ক পথে আসছে গরু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুন ২১, ২০২৩
না.গঞ্জের হাটগুলোতে নৌপথে ও সড়ক পথে আসছে গরু 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে অস্থায়ী হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। সড়ক পথ ও নদী পথে ট্রাকে ও ট্রলারে করে গরু আনতে দেখা গেছে বেপারীদের।

বুধবার (২১ জুন) নারায়ণগঞ্জের ফতুল্লা ডিআইটি মাঠ হাট, ২ নম্বর ঢাকেশ্বরী মাঠ হাট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এসব হাটে গত কয়েকদিন ধরেই আসছে গরু।  

ফতুল্লা হাটে ঘুরে দেখা যায়, পাশেই বুড়িগঙ্গা নদী দিয়ে আসছে ট্রলার ভর্তি করে গরু। গরুগুলো ইতোমধ্যে হাটে রাখা হয়েছে। এর মধ্যে ক্রেতা ও দর্শনার্থীরাও আসছেন হাটে। গরুর বেচাবিক্রি তেমন শুরু না হলেও আগামী সপ্তাহে শুরু হবে পুরোদমে এমনটা আশাবাদ বেপারীদের।

সিরাজগঞ্জ থেকে ট্রলার ভর্তি গরু নিয়ে আসা বেপারী আলমাস জানান, ২২টি গরু এনেছি। আশা করছি, ভালো দাম পাবো।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গেলাম মোস্তফা রাসেল জানান, গরু নদী ও সড়কপথে আসছে। কোথাও কোনো অভিযোগ নাই। আমরা বিশেষ নিরাপত্তা দিচ্ছি। কোথাও কোনো চাঁদাবাজির সংবাদ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।