ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে বাইক চালকের মৃত্যু, কারণ খুঁজছে পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুন ২১, ২০২৩
ঢামেকে বাইক চালকের মৃত্যু, কারণ খুঁজছে পুলিশ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নাম্বার এলাকায় দুর্ঘটনায় আহত হয়ে সুরুজ আলী (৪০) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন।

মঙ্গলবার (২০ জুন) সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পর রাতে ১০১ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা মেডিকেল চিকিৎসকরা তার ডেড সার্টিফিকেটে উল্লেখ করেছেন, শরীরে আঘাতের কারণে তিনি মারা গেছেন।

বুধবার (২১ জুন) বিকেলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আহত এক মোটরসাইকেল চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি ভাড়ায় মোটরসাইকেল প্যাসেঞ্জার বহন করতেন। তবে যারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন তাদের কাছ থেকে প্রাথমিক জানা গেছে তিনি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তবুও বিস্তারিত জানতে আমাদের পুলিশ কাজ করছে। যেকোনো ঘটনায় তার মৃত্যু হোক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জানা যায়, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিচিন্তপুর গ্রামের বাসিন্দা সুরুজ আলী। মিরপুর ১২ নম্বরে পরিবার নিয়ে থাকতেন তিনি। তার মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।