ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহার চেয়ে স্কপের পদযাত্রা বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুন ২১, ২০২৩
অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহার চেয়ে স্কপের পদযাত্রা বৃহস্পতিবার

ঢাকা: অত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২৩ প্রত্যাহার দাবিতে বৃহস্পতিবার (২২ জুন) জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা এবং জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে। বুধবার (২১ জুন) স্কপ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন যৌথভাবে অত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২৩ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (২২ জুন) জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা এবং জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেবে।

এদিন বিকেল ৩ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জমায়েত ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু হবে।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম সমন্বয়ক শ্রমিক নেতা আব্দুল কাদের হাওলাদার এবং শামীম আরাসহ স্কপ অন্তর্ভুক্ত সংগঠনগুলোন নেতা শহীদুল্লাহ চৌধুরী, মেজবাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, শাহ মো. জাফর, রাজেকুজ্জামান রতন, চৌধুরী আশিকুল আলম, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাদল খান, নঈমুল আহসান জুয়েল, সাকীল আক্তার চৌধুরী, রিপন চৌধুরী, আহসান হাবিব বুলবুল  এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুঁইয়া এক বিবৃতিতে পদযাত্রা কর্মসূচি সফল করতে সংগঠকদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ২১, ২০২৩
আরকেআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।