ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ৯ দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুন ২১, ২০২৩
ঝিনাইদহে ৯ দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নারীসহ নয় দালালকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে কারাদণ্ড দেওয়া হয়।

 

বুধবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ডিবি পুলিশ ও জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।  

ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) এস এম রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে দালাল চক্র সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে বাইরের ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এমন সংবাদ জানতে পেরে ডিসির নির্দেশনা অনুযায়ী বুধবার সকালে ডিবি পুলিশ ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে পাঁচজন নারী ও চারজন পুরুষ দালালকে আটক করে। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম নুরুন্নবী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।