ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

দেশে গ্রামীণ পাকা সড়ক ১ লাখ ৪১ হাজার কিলোমিটার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ২২, ২০২৩
দেশে গ্রামীণ পাকা সড়ক ১ লাখ ৪১ হাজার কিলোমিটার

ঢাকা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সারাদেশের মোট ৩ লাখ ৫৩ হাজার ৩৫২ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকা করার লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।  

বর্তমানে সারাদেশে গ্রামীণ পাকা সড়কের দৈর্ঘ্য ১ লাখ ৪০ হাজার ৬৯৯ কিলোমিটার এবং কাঁচা সড়কের দৈর্ঘ্য ২ লাখ ১২ হাজার ৬৫৩ কিলোমিটার বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (২২ জুন) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে এ সব তথ্য জানান স্থানীয় সরকারমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বৃহস্পতিবারের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

তাজুল ইসলাম বলেন, কাঁচা সড়ক পাকাকরণ একটি চলমান প্রক্রিয়া। প্রয়োজনীয় অর্থ পেলে কাঁচা সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার বিবেচনা করে পর্যায়ক্রমে পাকা করা হচ্ছে।

আওয়ামী লীগের আরেক সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরের জনসংখ্যা ২ কোটি ১০ লাখ, যারা সবাই ঢাকা ওয়াসার পরিসেবা গ্রহণ করেছে। তবে মিটার ভিত্তিক গ্রাহক ৩ লাখ ৮৭ হাজার।  
ঋতুভেদে ঢাকায় দৈনিক পানি চাহিদা ২১০-২৬০ কোটি লিটার। যার পুরোটাই ঢাকা ওয়াসা সরবরাহ করে থাকে। ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এসকে/আরএইচ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।