ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বেওয়ারিশ পাগলা কুকুরের আতঙ্ক বিরাজ করছে। গত দুই দিনে নারী পুরুষ, শিশু, বৃদ্ধাসহ অন্তত ৪৫ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন।
আহতদের মধ্যে ৪১ জনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফ্রি ইনজেকশন দেওয়া হয়েছে।
কুকুর আতঙ্কে ঘর থেকে বের হওয়ার সময় নিজেকে রক্ষা করতে অনেকেই হাতে লাঠি অথবা ইট পাটকেল নিয়ে চলাচল করছেন।
কুকুরের কামড়ে গুরুতর আহতরা হলেন- নাঈম শিকদার (২০), বিলকিস বেগম (৫৫), হান্নান ফকির (৬৫), আলমগীর (৫০), রাব্বি (৪০), অহিদুল (৪৫), আব্দুল্লাহ (১৫) ও বাকি (১৫)।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, এই সময় তো কুকুরের সিজন না। তারপরেও বেওয়ারিশ কুকুরগুলো কামড়াতে পারে। আহতদের হাসপাতালের পক্ষ থেকে ফ্রি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। শনিবার পর্যন্ত ৪১ জনকে ফ্রি ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন আছে। তবে এই মুহূর্তে জনসচেতনতা প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এফআর