ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভাড়া নির্ধারণ করে পুলিশের ব্যানার, কিন্তু নেই যোগাযোগ নম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
ভাড়া নির্ধারণ করে পুলিশের ব্যানার, কিন্তু নেই যোগাযোগ নম্বর

সাভার (ঢাকা): ঈদে বাড়ি ফেরা ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও বাস ভাড়া নিয়ে হয়রানি প্রতিরোধে বিভিন্ন বাস স্ট্যান্ডে সরকার নির্ধারিত বাস ভাড়া উল্লেখ করে ব্যানার টাঙিয়েছে ঢাকা জেলা পুলিশ। এর মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায় করলে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান করা হয়েছে।

কিন্তু ব্যানারে পুলিশের সঙ্গে যোগাযোগ করার কোনো নম্বর উল্লেখ নেই। তাই জন সাধারণের প্রশ্ন, তারা কোনো অসুবিধায় পড়লে কার সঙ্গে যোগাযোগ করবে?

শনিবার (২৪ জুন) দুপুরে বাইপাইল বাসস্ট্যান্ডে গিয়ে পুলিশের দেওয়া দুটি ব্যানার দেখা যায়। সরকারি ভাড়ার তালিকা সংবলিত নীল রঙা ব্যানার দুটি ঝোলানো হয়েছে সেখানকার একটি ফুটওভার ব্রিজে। একটিতে বড় বড় অক্ষরে লেখা হয়েছে- ‘সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করবেন না। অতিরিক্ত ভাড়া আদায় করলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। ’

অন্য ব্যানারে সরকার নির্ধারিত বাস ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত বাসভাড়ার তালিকা অনুযায়ী ঢাকা-সিরাজগঞ্জ ৩৭২, ঢাকা-বগুড়া ৫৫৮, ঢাকা-নাটোর ৫৯৩, ঢাকা-পাবনা ৬৪৬, ঢাকা-নওগাঁ ৭০১, ঢাকা-রাজশাহী ৭১২, ঢাকা-জয়পুরহাট ৭১২, ঢাকা-রংপুর ৮৭৯, ঢাকা-দিনাজপুর ৯৪০, ঢাকা-লালমনিরহাট ৯৯৪, ঢাকা-কুড়িগ্রাম ১০০২, ঢাকা-নীলফামারী ১০১৬, ঢাকা-ঠাকুরগাঁও ১০৯৫ ও ঢাকা-পঞ্চগড় ১২৩৫।

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে আশুলিয়া থেকে বগুড়া যাবেন পোশাক শ্রমিক আরিফুল ইসলাম। বাংলানিউজকে তিনি বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ ভালো। ব্যানার করায় সহজ হয়েছে। কিন্তু সেখানে কোনো নম্বর নেই। তবে আমরা কোথায় তথ্য দেব? যদি কোনো ফোন নম্বর সংযুক্ত থাকতো তাহলে যাত্রীদের জন্য আরও সুবিধা হতো।

মিল্লাত নামে এক যাত্রী টিকিটের জন্য এসে পুলিশের ব্যানারটি দেখেন। তার বক্তব্য, পুলিশ ব্যানার দিয়েছে বুঝলাম। বাসভাড়া অতিরিক্ত নিলে আমরা অনেক সময় পুলিশকে জানানোর চেষ্টা করি। এখন ব্যানার দেওয়ায় ভালো হয়েছে। কিন্তু যোগাযোগের উপায় পাই না। ব্যানারে একটি নম্বর দিলে আমাদের জন্য ভালো হতো। অনেক জেলার মানুষ আসে এখানে। তারা তো থানার নম্বর জানে না। তাই এখানে নম্বর যুক্ত করা জরুরি।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের অ্যাডমিন (টিআই) হোসেন শহীদ চৌধুরী বাংলানিউজকে বলেন, যেকোনো অভিযোগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে দেওয়া যায়। তার পরেও আমরা ব্যানারে নম্বর সংযুক্তির ব্যবস্থা করব। আমরা চেষ্টা করছি যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। আমরা ২৪ ঘণ্টাই সড়কে আছি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৪ জুন, ২০২৩
এসএফ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।