ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪০০ গরুবোঝাই স্পেশাল ট্রেন ময়মনসিংহে দুবার লাইনচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
৪০০ গরুবোঝাই স্পেশাল ট্রেন ময়মনসিংহে দুবার লাইনচ্যুত

ময়মনসিংহ: দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি ক্যাটল স্পেশাল ট্রেন ময়মনসিংহে দুবার লাইনচ্যুত হয়েছে।

রোববার (২৫ জুন) সকাল ৮টার দিকে ময়মনসিংহ রেল স্টেশনের বাঘমারা এলাকায় দ্বিতীয়বার লাইনচ্যুতির ঘটনা ঘটে।

এর আগে একই ট্রেন একই জায়গায় রাত ১২টার দিকে লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ক্যাটল স্পেশাল ট্রেন রাত ১২টার দিকে ময়মনসিংহ রেলস্টেশনের বাঘমারা এলাকায় লাইনচ্যুত হয়।  

পরে ভোর ৫টার দিকে সেটি উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আনা হয়। একই ট্রেন সকাল ৭টা ৫০ মিনিটে আবারও ঢাকার উদ্দেশে রওনা দেয়। কিন্তু সেই আগের জায়গাতেই আবারও ট্রেন লাইনচ্যুত হয়। পরে সকাল সোয়া ১০টার দিকে আবারো ট্রেনটি উদ্ধার করে স্টেশনে আনা হয়। ট্রেনটি ঢাকার উদ্দেশে ছাড়ার জন্য এখন প্রস্তুত করা হয়েছে।

ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দীন আহমেদ জানান, ট্রেনে ৪০০ গরু রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।