ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে পুকুরে ডুবে কারারক্ষীর ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
ময়মনসিংহে পুকুরে ডুবে কারারক্ষীর ছেলের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের পুকুরে ডুবে ঈশান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কারারক্ষী সমীর করের ছেলে।

   

রোববার (২৫ জুন) বিকাল ৫টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সামনের পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কারাগারের ভেতরে-বাইরে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো: বিল্লাল উদ্দীন বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বিকালে দুই শিশু একসঙ্গে পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় হঠাৎ শিশু ঈশান পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। এ ঘটনার খোঁজ পেয়ে মারাত্মক আহত অবস্থায় শিশু ঈশানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহানারা বেগম ও জেলা সুপার শাহ রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।