ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভারত থেকে আসছে কাঁচা মরিচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
ভারত থেকে আসছে কাঁচা মরিচ

জয়পুরহাট: পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ভারত থেকে তা আমদানির অনুমতি দেয় সরকার। এরইমধ্যে ভারতের পেঁয়াজ বাজারে প্রবেশ করায় দেশি পেঁয়াজের দামের ঘোড়া থেমেছে, তবে পিছু হটেনি।

এরইমধ্যে বিভিন্ন ছুতোয় কাঁচা মরিচের দাম বাড়ানো হয়েছে। বাড়তে বাড়তে তা চলে গেছে ৩০০ টাকার ঘরে। টমোটোর দামও বেড়েছে অনেকটাই। এ অবস্থায় সরকার ভারত থেকে টমেটো ও কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে দীর্ঘ ১০ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টায় ভারত থেকে কাঁচা মরিচবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।

সততা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচা মরিচগুলো আমদানি করেছে।  

এদিকে আমদানির খবরে আজ হিলি বাজারে ২২০ টাকার কাঁচা মরিচ কেজিতে ৪০ টাকা কমে ১৮০ টাকায় বিক্রয় হচ্ছে।  

স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী ইউসুফ আলী জানান, গত বছরের ২৪ আগস্ট থেকে থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ ছিল।

কিন্তু দেশের বাজারে অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধির পর রোববার (২৫ জুন) সরকার আবারও কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়। আজ সোমবার থেকে আমদানি শুরু হয়েছে।  

তিনি আরো জানান, হিলি স্থলবন্দরের ছয়টি আমদানিকারক প্রতিষ্ঠান ইতিমধ্যে দুই হাজার ৫০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।