ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রিকশা চালানোর আড়ালে মুরগি ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
রিকশা চালানোর আড়ালে মুরগি ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই, আটক ৩

ঢাকা: রাজধানীর মিরপুরে এক মুরগি ব্যবসায়ীর পাঁচ টাকা ছিনতাইয়ের পর পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করেছে পুলিশ।  

আটক তিনজন হলেন- মো. সাজিদ (২১), মো. কাওছার (২০) এবং মো. সিরাজ (২২)।

সোমবার (২৬ জুন) বিকেলে মিরপুর মডেল থানার মিরপুর ২ নম্বর সেকশনের লাভ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

তাদের কাছ থেকে মুরগি ব্যবসায়ীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া প্রায় পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়।

আটক তিনজন রিকশা চালানোর আড়ালে ছিনতাইয়ে জড়িত উল্লেখ করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন জানান, আটক তিনজনের মধ্যে সাজিদ ও কাওছার রিকশাচালক। রিকশা চালানোর ফাঁকেই তারা টার্গেট নির্ধারণ করেন।

মুরগি ব্যবসায়ী মামুন তার দুই কর্মচারী লিমন ও সুমনকে রাজবাড়ীতে মুরগি কিনতে পাঠান। তারা দুজন ৪ লাখ ৮০ হাজার টাকা সঙ্গে নিয়ে মুরগি কিনতে লাভ রোড এলাকায় পৌঁছালে প্রথমে তাদের চড়-থাপ্পর মারতে থাকেন ওই তিনজন। একপর্যায়ে তারা তাদের কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এসময় তাদের চিৎকারে আশেপাশের মানুষ এসে ওই তিজনকে ধরে ফেলেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে এবং ছিনতাইকৃত টাকা উদ্ধার করে।

আটক তিনজনের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
পিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।