ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অটোরিকশা-ভটভটি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
বগুড়ায় অটোরিকশা-ভটভটি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

বগুড়া: বগুড়া সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মধ্যে সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) সকালে উপজেলার এরুলিয়া এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চকবাউলিয়া গ্রামের রাশেদ শেখের দুই শিশু কন্যা আশা মনি (৭) ও খাদিজা (৩) এবং অটোরিকশাচালক আমিনুল ইসলাম (৩০)। এ ঘটনায় নিহত দুই বোনের বাবা-মা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে এরুলিয়া এলাকায় অটোরিকশা ও ভটভটির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন চারজন। তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর আরও এক শিশু ও অটোরিকশাচালকের মৃত্যু হয়।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, নিহত শিশু দুটির বাবা রাশেদ কাঠমিস্ত্রির কাজ করতেন। ঈদ উপলক্ষে সকালে বিবির পুকুর থেকে অটোরিকশায় করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে এরুলিয়াতে গরুবোঝাই ভটভটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।