ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বৃষ্টি বিঘ্নিত ঈদযাত্রা, ভোগান্তি বাড়াচ্ছে পথে পথে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
বৃষ্টি বিঘ্নিত ঈদযাত্রা, ভোগান্তি বাড়াচ্ছে পথে পথে

ঢাকা: রাজধানীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঈদযাত্রায় ভোগান্তি তৈরি করেছে। এছাড়া সড়কে পশুবাহী গাড়ির জন্য সৃষ্টি হচ্ছে যানজট।

কাউন্টারে গাড়ি পৌঁচ্ছাচ্ছে না নির্ধারিত সময় মতো। এজন্য যাত্রীদের বাস কাউন্টারে করতে হচ্ছে অপেক্ষা।

মঙ্গলবার (২৭ জুন) উত্তর-পশ্চিমাঞ্চল থেকে রাজধানীর প্রবেশদ্বার গাবতলীতে সকাল থেকে দুপুর পর্যন্ত এ চিত্র দেখা গেছে।

গাবতলী বাস কাউন্টারে অপেক্ষমাণ যাত্রীরা জানান, উত্তর-পশ্চিমা অঞ্চল থেকে ছেড়ে আসা গাড়িগুলো সময় মতো কাউন্টারে পৌঁছাতে পারছে না। টার্মিনালে নিজ নিজ বাসের কাউন্টারে অপেক্ষা করছে হাজারও মানুষ। এতেও ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আন্তঃজেলা বাস কাউন্টার থেকে জানানো হচ্ছে, সাভার নবীনগর ও চন্দ্রাসহ বিভিন্ন স্থানে যানজট থাকায় গাড়ি সময় মতো কাউন্টারে পৌঁছাতে পারছে না। এর সঙ্গে বাধ সেধেছে বৃষ্টি। এজন্য সময় মতো গাড়ি ছাড়তে পারছি না। তবে যেসব কোম্পানির বাড়তি গাড়ি রয়েছে তারা বিকল্প গাড়ি দিয়ে যাত্রীদের গন্তব্যে পাঠাচ্ছে।

বগুড়াগামী হাসান এন্টারপ্রাইজ বাসের কাউন্টারে বসে অপেক্ষা করছেন আসগর আলী। তার গাড়ি ছাড়ার নির্ধারিত সময় ছিল সকাল ৯টায়। সকাল ১০টা পার হয়ে গেলেও কাউন্টারে গাড়ি আসেনি। কখন আসবে তাও বলতে পারছেন না তিনি।

হানিফ বাস কাউন্টারের ম্যানেজার হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়ামুখী বাসগুলো ছাড়তে এক ঘণ্টা থেকে দুই ঘণ্টা পর্যন্ত দেরি হচ্ছে। এজন্যতাদের বাড়তি গাড়ি দিয়ে যাত্রীদের গন্তব্যে পাঠাচ্ছেন তারা।  

ঠাকুরগাঁওগামী যাত্রী বান্না ইসলাম জানান, সকাল ৮টা থেকে কাউন্টারে বাসের অপেক্ষা করছি। ঠিক সময়ে গাড়ি ছাড়বে মনে করে নির্ধারিত সময়ের আগে এসে পৌঁছেছিলাম। এসে দেখি গাড়ি নেই। কাউন্টার থেকে জানাচ্ছে কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে। কিন্তু গাড়ি আসছে না।  

তিনি জানান, অনেকদিন পর বাড়ি যাচ্ছি, আনন্দ মাটি হয়ে যাচ্ছে। এখানেই এ অবস্থা যাওয়ার সময় না জানি আরও কত ভোগান্তি আছে।

কুষ্টিয়াগামী ফাতেমা পরিবহনের কাউন্টারের ম্যানেজার রাকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, ঈদের সময় এমনিতেই মানুষের বাড়ি ফেরার চাপ থাকে। এজন্য যাত্রী সামাল দিতে গাড়ি বাড়াতে হয়। কোরবানির পশুবাহী ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কে গাড়ির চাপ পড়ে। এছাড়া বেড়ে যায় সড়কের আশেপাশে কোরবানির পশুর হাট। এর প্রভাবও পড়ে সড়কে। ফলে এক ঘণ্টার রাস্তা পার হতে তিন ঘণ্টাও লেগে যায়।

গাবতলীর আন্তঃজেলা বাসের অতিরিক্ত চালক রশিদুল ইসলাম। তিনি জানান, কাউন্টারে অপেক্ষা করছেন ফিরতি বাসের জন্য।  বাস এসে পৌঁছালে তিনি যাত্রাদের নিয়ে রওয়ানা করবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাস কাউন্টারে না আসবে, যাত্রীদের মতো তাকেও অপেক্ষা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
জেডএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।