লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে রাজ (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী রেলপথের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে বুড়িমারীগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজ একই উপজেলার মদাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট শহরে আয়োজিত মাহফিলে এসেছিল রাজ। মাহফিল শেষে অনেকের মতো ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছিল সে। পথে ভোটমারী এলাকায় মানুষের গাদাগাদিতে ছাদ থেকে নিচে পড়ে ট্রেনে কাটা পড়ে রাজের মৃত্যু হয়।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান জানান, রাজ ট্রেনের ছাদে ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এসআরএস