ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেন্টমার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশের বক্তব্য সঠিক নয়: যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
সেন্টমার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশের বক্তব্য সঠিক নয়: যুক্তরাষ্ট্র ম্যাথু মিলার

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশে যা বলা হয়েছে, তা সঠিক নয়। সেন্টমার্টিন দ্বীপ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র কখনোই কোনো আলোচনা করেনি।

সোমবার (২৬ জুন) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র মিলার এ কথা বলেন।

ব্রিফিংয়ে প্রশ্ন রাখা হয়, সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সেন্টমার্টিন দ্বীপ চায়। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ম্যাথু মিলার বলেন, আমি শুধু বলব যে এটি সঠিক নয়। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি। আমরা কখনোই সেন্টমার্টিন দ্বীপ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা করিনি।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন রাজনীতিবিদ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র সেন্টমার্টিন দ্বীপ নিতে চায়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ২৭,  ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।