ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্রমিক নেতা শহিদ হত্যা: গার্মেন্টস শিল্প অচল করে দেওয়ার হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
শ্রমিক নেতা শহিদ হত্যা: গার্মেন্টস শিল্প অচল করে দেওয়ার হুঁশিয়ারি

ঢাকা: শ্রমিক নেতা খুনের বিচারের দাবিতে ঈদের পর সারা দেশের গার্মেন্টস শিল্প অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

সংগঠনটির আওতাভুক্ত বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি গার্মেন্টস শ্রমিক নেতা মো. শহিদুল ইসলাম শহিদকে গত রোববার (২৫ জুন) হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শ্রমিক নেতা মো. শহিদুল ইসলামের হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে’ গার্মেন্টস শ্রমিকদের আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বলা হয়, আগামী ১ সপ্তাহের মধ্যে সব আসামিসহ ইন্ধনদাতা প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের মালিককে গ্রেপ্তার করা না হলে ঈদের পর সারা দেশের গার্মেন্টস শিল্প অচল করে দেওয়া হবে।

সমাবেশ থেকে জানা গেছে, শ্রমিক নেতা শহিদ হত্যার বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৭। এতে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৭ জনের কথা উল্লেখ আছে। আজ পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইবিসির সভাপতি আমিরুল হক্ আমিন সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি বলেন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি গার্মেন্টস শ্রমিক নেতা মো. শহিদুল ইসলামকে প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের মালিকের পোষা গুণ্ডাবাহিনী গত ২৫ জুন নৃশংসভাবে হত্যা করেছে। গার্মেন্টস শ্রমিক নেতা শহিদ পঁচিশ বছরের বেশি সময় ধরে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং শ্রমিকদের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ঢাকাসহ সারা দেশের গার্মেন্টস শিল্প অঞ্চল এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

এ সময় উপস্থিত ছিলেন- আইবিসির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা বাবুল আকতার, রুহুল আমিন, নুরুল ইসলাম, মির আবুল কালাম আজাদ, কল্পনা আক্তার, চায়না রহমান, তাহমিনা রহমান, কামরুল হাসান, কায়সারুন নবী রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।