ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

এক্সপ্রেসওয়েতে বেড়েছে গাড়ির চাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এক্সপ্রেসওয়েতে বেড়েছে গাড়ির চাপ

মাদারীপুর: ঈদকে সামনে রেখে ঘরে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষেরা। পদ্মা সেতুর সুবাদে ঘরে ফিরতে দুর্ভোগ না হলেও পরিবহনে বাড়তি ভাড়ার চাপ রয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।

 

মঙ্গলবার (২৭ জুন) দুপুরের পর থেকে এক্সপ্রেসওয়েতে পরিবহনের চাপ বেড়েছে বলে জানা গেছে। যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত অসংখ্য গাড়ি ছুটছে গন্তব্যে।  

জানা গেছে, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে মহাসড়কে। ঢাকা থেকে আসা পরিবহনগুলো এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্ট্যান্ডে যাত্রী নামাচ্ছে। জেলার শিবচরের নাওডোবা, পাঁচ্চর, সূর্যনগর বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় রয়েছে। ঢাকা থেকে আসা যাত্রীরা এসব স্ট্যান্ডে নেমে থ্রি-হুইলারে (তিন চাকার যান) করে নিজ গন্তব্যে যাচ্ছেন।  

এদিকে যাত্রীরা জানিয়েছেন, ঢাকা থেকে শিবচর আসতে প্রতিটি গাড়িতেই আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। বর্তমানে ৪০০ করে ভাড়া নিচ্ছে ঢাকার যাত্রাবাড়ী থেকে শিবচরের বিভিন্ন গন্তব্যে। অন্য সময়ে ভাড়া ছিল মাত্র ২০০ টাকা। তাছাড়া ঢাকায় যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কম।

ঢাকা থেকে আসা যাত্রী এনামুল বলেন, গাড়িতে যাত্রীদের প্রচণ্ড ভিড় রয়েছে। ঢাকা থেকে ভাড়া দ্বিগুণ করেছে বাসগুলো। বাড়তি ভাড়া দিয়েই ফিরতে হচ্ছে। তবে পদ্মা সেতু থাকায় দুর্ভোগ নেই পথে।

আরেক যাত্রী শাহজাহান হাওলাদার বলেন, ঢাকার যাত্রাবাড়ী থেকে শিবচরের সূর্য্যনগর পর্যন্ত জনপ্রতি ৪০০ টাকা করে ভাড়া নিচ্ছে। ঈদে বাড়তি ভাড়া নিয়ে থাকে বাসগুলো। তবে বাড়ি ফিরতে সময় কম লাগছে। দুর্ভোগও নেই।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে মহাসড়কে। গাড়ির গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ সদস্যরা মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। মহাসড়কে যানজট বা বিশৃঙ্খলা এড়াতে কাজ করছে হাইওয়ে পুলিশ।  

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী জানান, ঈদকে সামনে রেখে হাইওয়ে পুলিশ বিশেষ তৎপর রয়েছে। বিশেষ করে যানবাহনের গতি নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। ঘরমুখো যাত্রা যেন নির্বিঘ্ন হয়, সেদিকে সচেষ্ট রয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।