ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভারের ২ মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
সাভারের ২ মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন

সাভার (ঢাকা): ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর প্রবেশ মুখ ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। কোথাও কোথাও থেমে থেমে চলছে যানবাহন।

মঙ্গলবার (২৭ জুন) বিকেল ৪টার পর গুরুত্বপূর্ণ এ মহাসড়ক দুটিতে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায়।

মহাসড়ক দুটির গুরুত্বপূর্ণ স্থান হেমায়েতপুর, উলাইল, সাভার বাজার বাসস্ট্যান্ড, নবীনগর, বাইপাইল, আশুলিয়া ও চন্দ্রা এলাকায় যানবাহনের ধীরগতি দেখা গেছে। এছাড়া শত শত যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। যাত্রীদের ট্রাক ও পিকআপ ভ্যানেও বাড়ি ফিরতে দেখা গেছে।

গ্রামের বাড়ি রংপুরের আদিতমারী এলাকায় যেতে বাইপাইল এলাকায় পরিবহনের জন্য অপেক্ষা করছিলেন পোশাকশ্রমিক আরমিনা বেগম।  

তিনি বলেন, ঈদে বাড়ি ফিরতে যানজটে আটকে ভুগতে হতো। গত ঈদে যানবাহনের জন্য অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু যানজটে পড়তে হয়নি। এবারও বাসের জন্য দুই ঘণ্টা ধরে অপেক্ষা করতেছি। বাস পাচ্ছি না। ট্রাকে করে হলেও বাড়ি ফিরতে হবে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বিকেল ৩টার পর সড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে গেছে। কোথাও যানজটের সৃষ্টি হয়নি। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে থেমে থেমে চলছে যানবাহন। আমরা পুলিশ সদস্যরা কাজ করছি যাতে যানজটের সৃষ্টি না হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এসএফ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।