ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীনেশ চন্দ্র (৪৩) নামে একজনের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তিনি ওই এলাকার বোতলা গ্রামের লক্ষ্মীকান্ত রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিদ্যুৎ মিস্ত্রীর কাজ করা দীনেশ চন্দ্র রায় লতাবর গ্রামে একটি মসজিদের বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।