ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় কাউন্টারের যাত্রীদের ভিড়।

ঢাকা: ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি থাকলেও ইতোমধ্যেই বাস কাউন্টারগুলোতে ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

সোমবার (২৬ জুন) থেকে অফিস-আদালত ছুটি হয়ে যাওয়ায় সবাই পরিবার-পরিজন নিয়ে ছুটছেন গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে।

তবে মহাসড়কে যানজটের কারণে পরিবহনের সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর কল্যাণপুর, শ্যামলী ও গাবতলীতে গিয়ে দেখা গেছে এমন চিত্র।

পরিবহন কর্তৃপক্ষরা জানিয়েছেন, ঈদে ঘর ফেরত মানুষের ভিড়টা অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি। সোমবার (২৬ জুন) থেকে কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ রয়েছে। সরকারি অফিস-আদালত ছুটি হয়ে যাওয়ায় যাত্রী চাপ কয়েকগুণ বেড়েছে বলেও জানিয়েছেন তারা।

এ ব্যাপারে কল্যাণপুর শাহ ফতেহ আলী পরিবহনের জিএম রাইসুল ইসলাম সবুজ বাংলানিউজকে বলেন, সোমবার থেকে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ রয়েছে। আজ এই চাপ কয়েকগুণ বেড়েছে। মহাসড়কে গরুর ট্রাকের কারণে গাড়ির কিছুটা সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। তবে বুধবার (২৮ জুন) থেকে এটি আরো বাড়বে।

তিনি বলেন, সন্ধ্যা ৭টার গাড়ি কালিয়াকৈরে অবস্থান করছে। আসতে এক থেকে দেড় ঘণ্টা লাগবে। যাত্রীরা আসছেন কিছুটা অপেক্ষা করছেন। তবে আমরা চেষ্টা করছি যাত্রীদের দুর্ভোগ কমাতে বলে উল্লেখ করেন তিনি।

আজিমপুর থেকে কল্যাণপুর বাস কাউন্টারে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে এসেছেন বগুড়াগামী যাত্রী রবিউল ইসলাম।  

তিনি বাংলানিউজকে বলেন, বিকেল চারটায় গাড়ি ছিল, নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে বৃষ্টি উপেক্ষা করে কাউন্টারে আসি। কিন্তু রাত ৮টা বাজলেও গাড়ির দেখা নেই। জানি না কখন গাড়ি আসবে আর কখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারবো বলে তিনি উল্লেখ করেন।

প্রতিবছর ঈদের দুই-তিন দিন আগে থেকে বাসের সিডিউল বিপর্যয় দেখা দেয়। এটা তেমন কিছু না বলে জানালেন শ্যামলী এন আর ট্রাভেলসের কাউন্টার মাস্টার জুয়েল।

তিনি বাংলানিউজকে বলেন, গরুর ট্রাকের কারণে মহাসড়কে যানজট দেখা দেওয়ায় সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। গাবতলী থেকে কল্যাণপুর কাউন্টারে আসতে ঘণ্টা পার হয়ে যাচ্ছে। এটা কোরবানির ঈদে বেশি হয় বলে তিনি জানান।

মিরপুর থেকে শ্যামলীর বাস কাউন্টারে এসেছেন রংপরগামী যাত্রী মিরাজ হোসেন যাবেন।  

তিন ঘণ্টায়ও গন্তব্যে রওনা দিতে না পেরে কিছুটা অসন্তোষ প্রকাশ করে  বলেন, এ সমস্যার কারণে গতবছর বাড়ি যাইনি, এবছরও মনে করেছিলাম যাবো না। কিন্তু পরিবারের সবাই চলে গেছে, এখন কষ্ট করে হলেও যেতে হবে বলে তিনি উল্লেখ করেন।

যাত্রী বেশি হওয়ায় কিছুটা সিডিউল বিপর্যয় হয়। তবে আমাদের অতিরিক্ত গাড়ি থাকায় যাত্রীদের হয়রানি হতে হচ্ছে না বলে জানিয়েছেন কল্যাণপুরে হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার মো. আনোয়ার।  

তিনি বাংলানিউজকে বলেন, কাউন্টারে সামনে সড়কে দেখুন কী পরিমাণ জ্যাম পড়েছে, গাড়ি কাউন্টার পর্যন্ত ঘুরতেই ঘণ্টা পার হয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।