ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুলাভাই-শ্যালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
বগুড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুলাভাই-শ্যালক নিহত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে প্রাইভেটকার।

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজন সম্পর্কে দুলাভাই ও শ্যালক।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোকুল বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার গোয়ালগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) এবং জয়পুরপাড়া এলাকার বাবুল ইসলাম (৫৭)। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালক। তাদের ইঞ্জিনিয়ার ফার্ম এবং বেকারির ব্যবসা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মহাস্থানের দিক থেকে প্রাইভেটকারে করে বগুড়ার দিকে ফিরছিলেন নজরুল ইসলাম এবং বাবুল ইসলাম। সন্ধ্যায় গোকুল বাজার এলাকায় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা দেয়। এতে তারা দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।