ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের চ্যালেঞ্জ নিয়ে শুরু হয়েছে কোরবানির পশুর বর্জ্য অপসারণকাজ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় ১৯ হাজারের বেশি পরিচ্ছন্নকর্মী কাজ করছেন।

যদিও থেমে থেমে বৃষ্টি পড়ায় অপসারণকাজে বিঘ্ন ঘটছে, তবুও রাজধানীতে কোরবানির জন্য নির্ধারিত স্থানের পাশাপাশি রাস্তা-ঘাট ও অলিগলিতে জবাইকৃত পশুর বর্জ্য অপসারণ শুরু করেছে দুই সিটি করপোরেশনের কর্মীরা।

ঈদের দিন দুপুর থেকেই কাজ শুরু করেছে তারা। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এরপর দুপুরের আগেই নির্ধারিত স্থানে পশুর বর্জ্য ব্যাগভর্তি করে রাখেন অনেকে। দুপুরে বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন দুই মেয়র। পরে পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা।

জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা আছে এবং বর্জ্য অপসারণের জন্য প্রায় ১১ লাখ প্লাস্টিক ও পলিব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ।

দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জবাইকৃত কোরবানির পশুর বর্জ্যগুলো পরিষ্কার করছেন নগরবাসীরাই। গরু, মহিষ, ছাগলসহ জবাইকৃত পশুর রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করছেন তারা। চামড়া আলাদা জায়গায় রাখার পর পশুর ভুঁড়ির ময়লা পরিষ্কার করে প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছেন। সিটি করপোরেশনের কর্মচারীরা এ ময়লাগুলো নির্ধারিত ডাস্টবিনে করে নিচ্ছেন। থেমে থেমে বৃষ্টি পড়ায় অপসারণকাজে কিছুটা বিঘ্ন ঘটলেও, অলিগলিতে জবাইকৃত পশুর বর্জ্য অপসারণ শুরু করেছে দুই সিটি করপোরেশনের কর্মীরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী আব্দুর রাজ্জাক বলেন, ওপরের নির্দেশনায় কাজ শুরু করেছি। গত রাতে এলাকার কোরবানির পশুর হাটের ময়লা পরিষ্কার করেছি। দুপুরের পর থেকে জবাইকৃত পশুর ময়লা পরিষ্কার করছি।

কোরবানির বর্জ্য ও সাধারণ বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব ৩৫৭টি বিভিন্ন ধরনের যান-যন্ত্রপাতি (পে-লোডার- ১০টি, বেকহো-লোডার- ৪টি, স্কিড লোডার-১টি, টায়ার ডোজার-৭টি, চেইন ডোজার- ৩টি, ড্রাম্প ট্রাক-৯৬ টি, কম্পেক্টর- ৫৩টি, পানিবাহী গাড়ি ৯টি প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া পর্যাপ্ত হাতগাড়ি, বেলচা, কাটা ও টুকরিসহ অন্য প্রয়োজনীয় মালামাল ওয়ার্ড পর্যায়ে সরবরাহ করা হয়েছে। সরকারি বিভিন্ন সংস্থা (রাজউক, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ-বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, সড়ক ও জনপদ অধিদপ্তর) থেকে সৌজন্যমূলক ২৪টি ভারী যন্ত্রপাতি বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত থাকবে বলে জানা গেছে।

উত্তর সিটিতে কোরবানির পশুর বর্জ্য তাৎক্ষণিকভাবে অপসারণ এবং কোরবানির পশুর হাটগুলো দ্রুত পরিষ্কারের লক্ষে ঈদের আগের দিন থেকে ঈদের পরবর্তী দুদিন নিরবচ্ছিন্নভাবে বর্জ্য অপসারণের জন্য বর্জ্যবাহী ড্রাম্প ট্রাক/খোলা ট্রাক, ভারী যান-যন্ত্রপাতি, পানির গাড়ি, বেসরকারি এবং ভাড়ায় পিকআপভ্যানসহ সর্বমোট ৬১৫টি গাড়ি নিয়োজিত রয়েছে।

ল্যান্ডফিলে ঈদুল আজহার বর্জ্য পরিবেশসম্মত ডিসপোজাল নিশ্চিতকরণের লক্ষে ৬টি এস্কেভেটর, ৪টি চেইন ডোজার, ২টি ট্যায়ার ডোজার ও ১টি পে-লোডার নিয়োজিত রাখা হবে। প্রতিটি ওয়ার্ডে ভ্যানগাড়িতে করে ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এইচএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।